মহান মুক্তিযুদ্ধে বীর শহীদ পুলিশ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মহাপুলিশ পরিদর্শক এ কে এম শহীদুল হক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
১৬ ডিসেম্বর প্রথম প্রহরে রাজধানীর রাজারবাগ স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদ পুলিশ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
আরও শ্রদ্ধা নিবেদন করেন র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক বেনজীর আহমেদ ও বাংলাদেশ উইমেনস পুলিশ নেটওয়ার্ক। এসময় পুলিশের সব ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।