বার্তা৭১ ডটকমঃ
বিজয় দিবসের প্রথম প্রহরে টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচী শুরু করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য ও সাবেক ছাত্রনেতা এস এম কামাল হোসেন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, প্রচার সম্পাদক এম বদরুল আলম, টুঙ্গীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা গাজী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম বি সাইফ বি মোল্লা, কেন্দ্রীয় যুবলীগ নেতা সৌমেন বসু, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন।
১৬ ডিসেম্বর রাত ১২টা ১ মিনিটে গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক পুষ্পমাল্য অর্পণ করেন। প্রায় একই সময়ে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা পুলিশ সুপার ও জেলা কারাগারের পক্ষ থেকে জেলার। এ সময় উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ, উপজেলা ছাত্রলীগ, শ্রমিক লীগ, কর্মচারী সমিতি, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ, গণপূর্ত বিভাগ, ইসলামি ব্যাংক, বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। সব শেষে জাতির পিতার কবর জিয়ারত এবং দোয়া করা হয়।