বার্তা৭১ ডটকমঃ
পরবর্তী নির্বাচন নিয়ে সংলাপ চেয়ে আওয়ামী লীগের কাছে নিরাশ হলেও ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে ‘আশাবাদী’ হয়েছে বিএনপি। রোববার সন্ধ্যায় বঙ্গভবন থেকে বেরিয়ে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে ফিরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, “আমরা রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে খুশি হয়েছি, আশাবাদী হয়ে উঠেছি।”
দশম সংসদ নির্বাচন বর্জন করে সংসদ থেকে ছিটকে পড়া বিএনপি বারবার সংলাপের আহ্বান জানিয়ে এলেও তাতে সাড়া মেলেনি ক্ষমতাসীন আওয়ামী লীগের। এর মধ্যে গত মাসে নতুন নির্বাচন কমিশন গঠন এবং পরবর্তী নির্বাচন নিয়ে ১৩ দফা প্রস্তাব তুলে ধরেন খালেদা জিয়া।
এই প্রস্তাব নিয়ে বিএনপি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আলোচনা চাইলেও সময় পাননি। এর মধ্যে নতুন ইসি গঠনে রাজনৈতিক দলগুলোকে সংলাপে ডাকেন রাষ্ট্রপ্রধান, যাতে প্রথম দল হিসেবে ডাক পড়ে বিএনপির। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির ১১ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করে।