বার্তা৭১ ডটকমঃ
মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর সেখানে আশার সঞ্চার হয়েছে। দেশ হিসেবে যুক্তরাষ্ট্র আবার সফল হতে যাচ্ছে। শনিবার আলাবামার মোবিলে এক সমাবেশে এমনটিই মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন এ প্রেসিডেন্ট।
মার্কিন প্রেসিডেন্টে হিসেবে নির্বাচিত হওয়ায় দেশবাসীকে শুভেচ্ছা জানাতে তার ‘থ্যাংক ইউ’ সফর শনিবার আলাবামার মোবিলে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে। সেখানে ট্রাম্প বলেন, ‘আমরা এখন অনেক আশাবাদী। আমাদের অনেক অঙ্গীকার ও সম্ভাবনা রয়েছে।’
উল্লেখ্য, নভেম্বরের নির্বাচনে বিতর্কিত রিপাবলিকান ট্রাম্পের কাছে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন হেরে যান। এ প্রেক্ষিতে শুক্রবার মিশেল ওবামা টকশো উপস্থাপক অপরাহ উনফ্রেকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘গত নভেম্বরে নির্বাচনের পর আমরা যুক্তরাষ্ট্রের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন। আমরা এখন বিভেদ অনুভব করি।’
এর একদিন পর মিশেলের কথার জবাবে ট্রাম্প বলেন, ‘তিনি ভালো কিছু চিন্তা করতে পারেন না। মিশেল হয়তো কথাটা যেভাবে বলতে চেয়েছেন ঠিক সেভাবে তা প্রকাশ পায়নি।’ সূত্র: ফক্স নিউজ