বার্তা৭১ ডটকমঃ
ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলায় নিহত সৈন্যদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৪০ জনে। দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী এডেনে এ হামলার ঘটনা ঘটে। রবিবার বিবিসির অনলাইনের খবরে বলা হয়, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট এ হামলার দায় স্বীকার করেছে।
খবরে বলা হয়, একটি ঘাঁটিতে সৈন্যরা তাদের বেতন নেয়ার জন্য জমায়েত হয়। সে সময় সেখানে উপস্থিত হামলাকারী শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। এক সপ্তাহের মধ্যে আইএসের দ্বিতীয় হামলা এটি। এর আগের হামলায় নিহত হয় অন্তত ৪৮ জন সৈন্য। তারও দায় স্বীকার করেছিল আইএস।
আন্তর্জাতিক সমর্থনপুষ্ট প্রেসিডেন্ট আব্দরাব্বু মানসুর হাদির সরকারের সমর্থক কয়েকটি গোষ্ঠীর হাতে এডেনের নিয়ন্ত্রণ রয়েছে। তারা সিয়া হাউদি বিদ্রোহী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে। হাউদিগোষ্ঠী ২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানা দখল করে আছে। সম্প্রতি তারা ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলও দখলে নিয়েছে।
সরকার ও বিদ্রোহীগোষ্ঠীর এ বিরোধের সুযোগ নিয়ে দেশটিতে আইএস ও আলকায়দাও বিভিন্ন সময় হামলা চালিয়ে আসছে। উল্লেখ্য, হাউদিদের দখলের পর এডেনকে রাজধানী ঘোষণা করে হাদি সরকার। সূত্র: বিবিসি