বার্তা৭১ ডটকমঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের পোস্ট অফিসের নব-নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠান সোমবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথি হিসেবে ভবনের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি থাকবেন ডাক বিভাগের মহাপরিচালক প্রবাস চন্দ্র সাহা, বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, মেট্রো সার্কেলের অতিরিক্ত পোস্ট মাস্টার জেনারেল মো. গোলাম মোস্তফা, কেন্দ্রীয় সার্কেলের অতিরিক্ত পোস্ট মাস্টার জেনারেল মো. ফরিদ আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা নগরী উত্তর বিভাগের ডেপুটি পোস্ট মাস্টার আল মাহবুব।