বার্তা৭১ ডটকমঃ
যুবলীগ নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেলিনা হায়াৎ আইভীর সমর্থনে কর্মী সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।
রবিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ওমর ফারুক চৌধুরী বলেন, শেখ হাসিনাই বুঝতে পেরেছিলেন নারায়ণগঞ্জকে পৌরসভা থেকে সিটি করপোশনে রূপান্তরিত করা প্রয়োজন। গণতন্ত্র উন্নয়ন ও স্থিতিশীলতার পথে প্রধান সম্পদ রাষ্ট্র নায়ক শেখ হাসিনার বিশ্বশান্তির দর্শন ‘জনগণের ক্ষমতায়ন’। তাই আজ বাংলাদেশ খাদ্য আমদানির দেশ নয় খাদ্য রফতানির দেশ। নারায়ণগঞ্জে যে প্রার্থী স্বপ্ন দেখতে পারেন, বাস্তবে রূপ দিতে পারেন, পরিশ্রম করতে পারেন, কাজের প্রতি একনিষ্ঠ হতে পারেন তিনি হলেন সেলিনা হায়াৎ আইভী। সেজন্যই বঙ্গবন্ধুর নৌকা, শেখ হাসিনার নৌকা মার্কায় সেলিনা হায়াৎ আইভীকে ভোট দিন।
তিনি আরও বলেন, ২২ তারিখের নির্বাচন হবে দেশের শান্তিপ্রিয় মানুষের ওপর অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠার নির্বাচন। এ নির্বাচন হবে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির পক্ষে গণরায়। আমি বিশ্বাস করি, দেশের সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনের শক্তির উৎস নারায়ণগঞ্জবাসী অবশ্যই এ নির্বাচনের মধ্য দিয়ে চিহ্নিত সকল অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক খালেদা জিয়ার প্রেতাত্মাকে ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করবে।
নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের পরীক্ষিত বন্ধু ও নেত্রী সেলিনা হায়াৎ আইভীকে নির্বাচিত করে নারায়ণগঞ্জের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সম্মানিত ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে ১৭৩টি ভোট কেন্দ্রে নেতা-কর্মীদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনের অনুরোধ জানান।
কর্মীসভায় মেয়রপ্রার্থী সেলিনা হায়াত আইভী তার পক্ষে আসন্ন নির্বাচনে প্রচার ও জনসংযোগ কর্মসূচিতে আন্তরিকভাবে অংশগ্রহণের জন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয়, জেলা, থানা ও ওয়ার্ড শাখার নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
নারাণগঞ্জ সিটি করপোরেশনে তার নেয়া উন্নয়ন কর্মসূচি সুসম্পন্ন করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য বিনীত আবেদন জানান আইভী। তিনি বলেন, বিএনপি আমাদের বিরুদ্ধে যে অভিযোগ দিচ্ছে তা মিথ্যা প্রমাণ করে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের জন্ম এই নারায়ণগঞ্জে। আপনারা শেখ হাসিনার কর্মী, শেখ হাসিনার জন্য নৌকায় ভোট দিতে হবে।
সংগঠনের নারাণগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল কাদিরের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদলের পরিচালনায় এ সমাবেশ করা হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশীদ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল হাই, মহানগর আওয়ামী লীগ সভাপতি জনাব আনোয়ার হোসেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মো. ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরণ, আব্দুস সাত্তার মাসুদ, মো. আতাউর রহমান, শাহাজাহান ভূইয়া মাখন, ইঞ্জি. নিখিল গুহ, মো. জাকির হোসেন, অধ্যাপক এ বি এম আমজাদ হোসেন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি, সাংগঠনিক সম্পাদক-সালাউদ্দিন মাহমুদ জাহিদ, মো. বদিউল আলম, ফজলুল হক আতিক, এমরান হোসেন খান, মো. আজাহার উদ্দিন, আসাদুল হক আসাদ, ঢাকা মহানগর যুবলীগ উত্তর সভাপতি-মাইনুল হোসেন খান নিখিল, সম্পাদকমণ্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুর ইসলাম মিজু, ডা. সাজ্জাদ হায়দার লিটন, ইকবাল পারভেজ, শ্যামল কুমার রায়, নারায়ণগঞ্জ সিটি যুবলীগের সভাপতি মো. শাহাদাত হোসেন ভূইয়া সাজনু, বন্দর থানা যুবলীগের সাধারণ সম্পাদক-খন্দকার হাতেম হোসেন, সোনারগাঁও যুবলীগের আহবায়ক- রফিকুল ইসলাম নান্নু, রূপগঞ্জ থানা যুবলীগের সভাপতি-মোস্তাফিজুর রহমান শাহীন, সিদ্দিরগঞ্জ থানা যুবলীগের যুগ্ম আহবায়ক এম. এ জামান, আড়াই হাজার থানা যুবলীগের সভাপতি-আহাম্মেদুল কবির উজ্জল, ফতুল্লা থানা যুবলীগ সভাপতি মীর সোহেল, মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।