নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর মুঠোফোন গতকাল বুধবার ভোররাতে খোলা পাওয়া গেছে। যুক্তরাজ্য বিএনপি নেতা শরিফুজ্জামান তপন লন্ডন থেকে জানিয়েছেন, বুধবার বাংলাদেশ সময় রাত ৪টার দিকে লন্ডনে বসবাসরত ইলিয়াস আলীর চাচাতো ভাইয়ের স্ত্রী ইলিয়াস আলীর মুঠোফোন নম্বরে ফোন করলে একজন মহিলা ফোন ধরে জানতে চান, কাকে চাইছেন। তখন ইলিয়াস আলীকে ফোন দেওয়ার অনুরোধ করা হলে অন্য প্রান্ত থেকে ইলিয়াস আলী এখানে নেই বলেই লাইন কেটে দেওয়া হয়। তখন ইলিয়াস আলীর ভাইয়ের স্ত্রী বিষয়টি যুক্তরাজ্য বিএনপি নেতাদের জানালে যুক্তরাজ্য বিএনপি সভাপতি এমএ মালেক, ব্যারিস্টার আব্দুস সালাম, শরিফুজ্জামান তপন, নাদির আহমদ, তৈমুছ মিয়া ও আবুল কালাম আজাদ একত্র হয়ে আবার ফোন করেন ইলিয়াস আলীর নম্বরে। দুবার কল ঢোকার পর ফোনটি বন্ধ করে দেওয়া হয়। তার পর থেকে গতকাল একাধিকবার কল করেও ফোনটি খোলা পাওয়া যায়নি। এ খবর ইলিয়াস আলীর চাচাতো ভাবি ইলিয়াস আলীর বাসায় জানালে বাসা থেকেও একাধিকবার ফোন করে বন্ধ পাওয়া যায়।তপন জানান, নিখোঁজ হওয়ার পর থেকে প্রতিদিনই তারা ইলিয়াস আলীর ফোন নম্বরে কল করেন। কিন্তু ফোনটি কখনও খোলা পাওয়া যায়নি। গতকালই প্রথম রিং হয়।