সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে নৌকার পাল্লাটাই ভারী। ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার হলে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর প্রতীক নৌকাই বিজয়ী হবে। মঙ্গলবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের সাথে এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘ঐক্যবদ্ধভাবে আমাদের পার্টি নির্বাচনে অংশ নিয়েছে। আশা করি সেটা নির্বাচনী রেজাল্টে আপনারা পাবেন। নারায়ণগঞ্জে নির্বাচনের যে বাতাস এখন বইছে, নৌকার পালে যে হাওয়া লেগেছে সেটা সব মানুষের মুখে মুখে।’
তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে আমাদের তিনটি বিষয় রয়েছে তা হলো, আমাদের প্রার্থী জনপ্রিয়, সেখানে শেখ হাসিনা সরকারের উন্নয়নের জোয়ার আছে, আর আমাদের সাংগঠনিক শক্তি। এ তিনটির সমন্বয়ে নৌকার পাল্লাটাই ভারী, আমার মনে হয় এটাই সবাই স্বীকার করবে।’
অনেকে ধানের শীষের পক্ষে নীরব বিপ্লব হওয়ার কথা বলছেন, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, ‘বিপ্লবটা নৌকার পক্ষে হয় কি না সেটাই দেখেন।’
তিনি আরও বলেন, নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি দলীয় প্রভাবমুক্ত, স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ দায়িত্ব পালন করতে প্রধানমন্ত্রীর পরিষ্কার নির্দেশনা রয়েছে। তার সাথে কণ্ঠ মিলিয়ে আমিও বলছি, আমাদের সরকার আমাদের দল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে।
তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের মানুষ যাকে খুশি তাকে ভোট দেবে। এটাই আমরা চাই। এটাই আমাদের নেত্রীর নির্দেশ।’