বার্তা৭১ ডটকমঃ
চলতি বছরের মার্চে চারটি পৃথক তারিখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের চার সহযোগী সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হবে। সংগঠনগুলো হল- মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, তাঁতী লীগ ও আওয়ামী আইনজীবী পরিষদ।
সোমবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দের আলোচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ঘোষিত তারিখ অনুযায়ী বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ আগামী ৪ মার্চ, বাংলাদেশ যুব মহিলা লীগ ১১ মার্চ, বাংলাদেশ তাঁতী লীগ ১৯ মার্চ এবং আওয়ামী আইনজীবী পরিষদের ২৯ এপ্রিল সম্মেলন অনুষ্ঠিত হবে।
সভায় অন্যদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।