বার্তা৭১ ডটকমঃ
বর্তমানে দেশে নির্বাচনের সুবাতাস বইছে। এই সুবাতাস চলমান থাকবে। এ মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ।
রবিবার দুপুরে নতুন নির্বাচন ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রকিব উদ্দিন আহমেদ বলেন, যারা নতুন কমিশনে আসবে, আমরা তাদের জন্য দোয়া করে যাচ্ছি। তারা সবাই যেন এই কাজটিকে চলমান রাখেন।
তিনি আরো বলেন, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করেন। আমরা যেন জনগণের কাছে তাদের কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দিতে পারি। আমাদের তো বেশি সময় নেই। অফিস হস্তান্তের কাজ শেষ করে গেলাম। আশা করি এটি বৈধ অফিস হিসেবে গড়ে উঠবে।
কাজী রকিব বলেন, ভবনের কাজ এখনও শেষ হয়নি। কাজ পরিপূর্ণভাবে শেষ হতে আরো সময় লাগবে। এর আগে পরের ঘরে ছিলাম। কীভাবে ছিলাম আপনারা তো দেখেছেন। অনেক সময় বারান্দাতেও ফাইলপত্র রাখতে হতো। আমরা আজকে থেকে নতুন ভবনে অফিসিয়াল কাজ শুরু করলাম।
সিইসি আরো বলেন, যত তাড়াতাড়ি সম্ভব আমরা নতুন ভবনে উঠে এসেছি। এখন আস্তে আস্তে এটিকে গোছাতে হবে। আপনাদের সাথে আজকে আমরা সিঁড়িতে দাঁড়িয়ে কথা বলছি। আগামীতে আর সিঁড়িতে দাঁড়িয়ে কথা বলতে হবে না।
এর আগে কাজী রকিব উদ্দিন আহমেদ নতুন নির্বাচন ভবন ঘুরে দেখেন এবং গাছের চারা রোপণ করেন।