বার্তা৭১ ডটকমঃ
যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, বিএনপি হচ্ছে এখন নাইট পার্টি। রাত হলেই বেগম খালেদা জিয়া অফিস খোলে। রবিবার সকাল ১০টায় রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর ২০নং ওয়ার্ড যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
যুবলীগ চেয়ারম্যান বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যোগ্য এবং বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে চলছে। প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপে বিশ্ব-দরবারে বাংলাদেশ আরো প্রশংসিত হবে।
তিনি বলেন, সন্ত্রাস জঙ্গিবাদ ও মৌলবাদ দমনে শেখ হাসিনা বিশ্বে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। তিনি বাংলাদেশ থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মৌলবাদ দমন করে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ার সংগ্রাম করছেন।
যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে ওমর ফারুক চৌধুরী বলেন, যুবলীগে যে সব কর্মীরা নিয়মিত কাজ করছে আগামীতে তাদের পুরস্কৃত করা হবে।
শেখ হাসিনাকে নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হলে যুবলগীকে সব সময় সর্তক থাকতে হবে।২০নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শেখ সাইদুর রহমান বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক একে আজাদের পরিচালনায় সম্মেলন উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, প্রধান বক্তা ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।
সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ মো. হারুনুর রশীদ, যুগ্ম-সম্পাদক মহিউদ্দিন মহি, সম্পাদক মণ্ডলীর সদস্য আসাদুল হক আসাদ, কাজী আনিছুর রহমান, মিজানুল ইসলাম মিজু, শ্যামল কুমার রায়, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মাইনউদ্দিন রানা, সোহরাব হোসেন স্বপন, সারোয়ার হোসেন মনা, আনোয়ার ইকবাল সান্টু, হারুন-অর-রশিদ, নাজমুল হোসেন টুটুল, কামাল উদ্দিন খান, সৈয়দ আহমেদ, এনামুল হক আরমান, মোরসালিন আহমেদ, খোরশেদ আলম মাসুদ, যুগ্ম-সম্পাদক জাফর আহমেদ রানা, মো. ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুল, গাজী সারোয়ার হোসেন বাবু, মাকসুদুর রহমান, কাজী ইব্রাহিম খলিল মারুফ, সম্পাদক মণ্ডলীর সদস্য মো. আরমান হক বাবু, এমদাদুল হক এমদাদ, খন্দকার আরিফ-উজ-জামান আরিফ প্রমুখ বক্তব্য দেন।