বার্তা৭১ ডটকমঃ
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যতক্ষণ বিএনপি নির্বাচন কমিশন যা গঠন হবে তা গ্রহণ করছে না এবং আগামী নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত ঘোষণা করছে না ততক্ষণ পর্যন্ত তাদের এই সার্চ কমিটিতে অংশগ্রহণের বিষয়টি সূদুর প্রসারী কূটচাল বলে মনে হচ্ছে। শুক্রবার সকাল ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপিসহ সকল রাজনৈতিক দল সার্চ কমিটির কার্যক্রমে অংশ নিচ্ছে। তবে এখানে একটি কিন্তু হচ্ছে, বিএনপি ও তার শরীক দল দীর্ঘদিন বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতির বাইরে গিয়ে আগুনযুদ্ধ, জঙ্গী উৎপাত, রাজাকার যুদ্ধাপরাধীদের পক্ষ নেওয়া সহ বিভিন্ন অগণতান্ত্রিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এরপরেও সার্চ কমিটিতে তারা অংশ নিয়েছে, তবে এটি তাদের কূটচাল কি না তা বোঝা যাবে, নির্বাচন কমিশন গ্রহণ করার প্রশ্নে এবং আগামী নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত ঘোষণার মধ্যদিয়ে।
মন্ত্রী বলেন, সার্চ কমিটিতে অংশ নিলেও বিএনপি এখনও নির্বাচনে অংশ গ্রহণের পূর্ব শর্ত হিসেবে অর্নিবাচিত সরকার গঠনের প্রস্তাব দিয়ে পুরো পরিস্থিতিটা ঘোলাটের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এ প্রস্তাব মাঠে রেখে সার্চ কমিটিতে অংশ নেওয়াকে কূটচাল বলেই মনে হচ্ছে।
পরে সার্কিট হাউজ চত্ত্বরে মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান, অতিরক্তি জেলা প্রশাসক সার্বিক মুজিব-উল ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।