বার্তা৭১ ডটকমঃ
বিএনপির নেতারা এখন পাগলের প্রলাপ বকছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
শনিবার বিকেলে রাজধনীর বঙ্গবন্ধু এভিনিউয়ের জাতীয় গ্রন্থকেন্দ্রে কৃষক লীগের আয়োজনে মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মতিয়া চৌধুরী বলেন, বিএনপির নেতারা এখন পাগলের প্রলাপ বকছেন। উন্মাদ ছাড়া কেউ কানাডার আদালতের রায় নিয়ে এমন কথা বলতে পারে না। এতে প্রমাণিত হয় তাদের নেতৃত্ব কত মেধাশূন্য।
তিনি বলেন, বিএনপির নেতারা এখন বলছে কানাডার আদালতের রায় আওয়ামী লীগের প্রভাবের কারণে হয়েছে। বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিদের আমরা দেশে ফিরিয়ে আনতে পারছি না, অথচ ওই দেশের আদালতকে নাকি আমরা প্রভাবিত করেছি। এটা বিএনপির রাজনৈতিক দেওলিয়াত্বের প্রমাণ।
এর আগে গত বৃহস্পতিবার কানাডার আদালতের রায়ের প্রতিক্রিয়ায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছিলেন, রায় পড়ে যতটুকু বুঝেছি, এটা সম্পূর্ণ চক্রান্তমূলক নাটকের অংশ। আমরা মনে করি, এটি বর্তমান সরকারের একটি উদ্দেশ্যপ্রণোদিত বিষয়, তারা একটি নাটক সাজিয়েছে এবং ওই নাটকটায় ওইভাবে তারা তথ্য-প্রমাণ দিয়েছে।
মহান একুশে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে বিএনপির চেয়ারপারসনসহ নেতাদের ওঠার সমালোচনা করে মতিয়া বলেন, বঙ্গবন্ধুর পর শেখ হাসিনাই জাতিসঙ্ঘে বাংলায় বক্তব্য দিয়েছেন। এর মধ্যে বিএনপি ক্ষমতায় ছিল। বাংলায় বক্তব্য দেয়ার চিন্তাও করেনি। তারা ভাষাকে কীভাবে মূল্য দেবে। আর এই কারণেই শহীদ মিনারের মূল বেদীতে খালেদা জিয়া নেতাদের নিয়ে উঠে পড়েছেন।
এর আগে গত একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করতে এসে তিনি সবাইকে নিয়ে মূল বেদীর উপরে উঠে পড়েন। এ ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলে সমালোচনার মুখে পড়েন খালেদা জিয়া।