বার্তা৭১ ডটকমঃ
সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শূন্য সুনামগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তার স্ত্রী জয়া সেনগুপ্ত।
গণভবনে একই সময় আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এই সিদ্ধান্তও হয়েছে বলে দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ জানিয়েছেন।
সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনও ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
চলতি বছরের ৫ ফেব্রুয়ারি সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যু হলে সুনামগঞ্জের দিরাই-শাল্লার এই সংসদীয় আসনটি শূন্য হয়।
আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত জাতীয় সংসদে সুনামগঞ্জের দিরাইয়ের মানুষের প্রতিনিধিত্ব করেছেন সাতবার। সর্বশেষ ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।