বার্তা৭১ ডটকমঃ
আগামী ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালনের জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন সরকারের নৌ-মন্ত্রী ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের আহ্বায়ক শাজাহান খান।
রবিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার স্বাধীনতা হলে ২৫ মার্চকে ‘জাতীয় গণহত্যা দিবস’ ঘোষণার দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, ২৫ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে হাজারো কণ্ঠে দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির দাবি জানাব। একই সাথে ওইদিন জাতীয় গণহত্যা দিবস পালনের জন্য দেশবাসীকে আহ্বান জানাচ্ছি।
কেন্দ্রীয়ভাবে ওইদিন সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আলোকচিত্র প্রদর্শনী ও বিকাল ৪টায় আলোচনা সভা করার ঘোষণা দেন শাজাহান খান।
সড়ক দুর্ঘটনায় তারেক-মিশুকের মৃত্যুর দায়ে বাসচালকের যাবজ্জীবন সাজার প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করছে খুলনা বিভাগের শ্রমিক ফেডারেশন। এ বিষয়ে মন্ত্রী হিসেবে তিনি কোনো উদ্যোগ নিয়েছেন কিনা জানতে চাইলে শাজাহান খান বলেন, শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে যেকোনো কিছু করতেই পারে। তবে আমরা আশা করি- তারা যা করবে তা আইনের মধ্যে থেকেই করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের নেতা ইসমত কাদির গামা।