বার্তা৭১ ডটকমঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নানা কর্মসূচির মধ্যদিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে নোবিপ্রবির মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানের নেতৃত্বে একটি শোক র্যালি বের করা হয়।
যথাযথ ভাবগাম্ভীর্যে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্যদিয়ে এ কর্মসূচির সূচনা করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দকে সঙ্গে নিয়ে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, শিক্ষক সমিতি ও শিক্ষার্থীদের নানান সংগঠন সমূহ নিজ নিজ ব্যানারে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দেয়।
এদিকে হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কর্তৃক এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। এছাড়াও উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন, রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, শিক্ষক সমিতির সভাপতি, ড. মোহাম্মদ ইউছুফ মিঞাসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ১৯৭৫ সালে জাতির জনককে হত্যাকাণ্ডের মাধ্যমে স্বাধীন বাংলাদেশকে পাকিস্তান বানানোর তৎপরতা শুরু হয়। সেসময় বঙ্গবন্ধুকে স্বপরিবারে খুন করার মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রাকে আপাতত ব্যহত করেছিল বটে। কিন্তু তাদের সেই স্বপ্ন সফল হয়নি। বর্তমানে তারই সন্তান দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আজ সমগ্র দেশজুড়ে জাতির পিতার লালিত স্বপ্ন ‘সোনার বাংলা’ গড়ে তোলার কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আব্দুস সালাম হলে “ইতিহাসের মহানায়ক” শীর্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক বিশাল তৈলচিত্র অংকন করা হয়।