বার্তা৭১ ডটকমঃ
আগামী ২ সেপ্টেম্বর ঈদুল আযহা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতর। ২৩ আগস্ট বুধবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে চাঁদ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। চাঁদ দেখা গেলেই ২ সেপ্টেম্বর বাংলাদেশে ঈদ উদযাপিত হবে।
রবিবার আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক আবদুর রহমান স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবহাওয়া অধিদফতরের সব আবহাওয়া পর্যবেক্ষণাগারকে আগামী ২৩ ও ২৪ আগস্ট ২০১৭ তারিখে ১৪৩৮ হিজরী সনের জিলহজ মাসের নতুন চাঁদের পর্যবেক্ষণ গ্রহণের নির্দেশ দেয়া হলো।
পর্যবেক্ষণের তথ্য টেলিফোন ও ইন্টারনেটের মাধ্যমে ঝড় সতর্কীকরণ কেন্দ্র, ঢাকায় প্রেরণ করতে আগামী ২৩ আগস্ট চাঁদ দেখার নির্ধারিত সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ৭টা পর্যন্ত এ পর্যবেক্ষণ অনুষ্ঠিত হবে।