বার্তা৭১ ডটকমঃ
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিআরটিসি গত বছরের ন্যায় এবারও ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করবে। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতের সুবিধার্থে এই বাস সার্ভিস চালু করা হচ্ছে। সার্ভিসটি আগামী ২৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
আগামী ২৩ আগস্ট ঢাকা মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর দ্বিতল বাস ডিপো এবং গাজীপুর বাস ডিপো, নারায়ণগঞ্জ বাস ডিপো ও গুলিস্তানের ফুলবাড়ীয়া কেন্দ্রীয় বাস টার্মিনালে বিআরটিসির অগ্রিম টিকিট বিক্রি করা হবে।