বার্তা৭১ ডটকমঃ
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে। সোমবার এ মহড়া শুরু হয়। দক্ষিণ কোরিয়ার সামরিক কর্তৃপক্ষের বরাত দিয়ে চীনা বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানায়।
স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, উলচি ফ্রিডম গার্ডিয়ান (ইউএফজি) নামের বার্ষিক এই যৌথ সামরিক মহড়ায় দেশ দু’টির প্রায় ৭০ হাজার হাজার সেনা অংশ গ্রহণ করবে। পাশাপাশি বেসামরিক কর্মী, বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মীরাও এতে অংশ নেবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে এ মহড়া।
কম্পিউটারের সাহায্যে পরিচালিত এ সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্রের প্রায় ১৭ হাজার ৫০০ সৈন্য অংশ নেবে। এ সংখ্যা গত বছরের চেয়ে কম। গত বছর বার্ষিক এ সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্রের ২৫ হাজার সৈন্য অংশ নিয়েছিল। দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের প্রায় ২৮ হাজার ৫০০ সৈন্য মোতায়েন রয়েছে। যৌথ এ সামরিক মহড়ায় দক্ষিণ কোরিয়ার প্রায় ৫০ হাজার সৈন্য অংশ নিচ্ছে। গত বছরও তাদের একই সংখ্যক সৈন্য অংশ নিয়েছিল।
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতর দাবি করে, যৌথ মহড়া প্রস্তুতি বাড়াবে এবং কোরীয় উপদ্বীপকে রক্ষা করবে ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে।
অন্যদিকে, মার্কিন-দক্ষিণ কোরিয়া সামরিক মহড়া নিয়ন্ত্রণহীন পরমাণু যুদ্ধে রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় দৈনিক রডং সিনমুনের সম্পাদকীয়তে এ মহড়াকে বৈরিতার সবচেয়ে নগ্ন প্রকাশ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, প্রয়োজনে উত্তর কোরিয়া যে কোনো চূড়ান্ত পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।