বার্তা৭১ ডটকমঃ
চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে স্প্যানিশ সুপার কাপের শিরোপা হারালেও লা লিগাতে জয় দিয়েই যাত্রা শুরু করেছে বার্সেলোনা। মৌসুমের প্রথম ম্যাচে রবিবার রাতে ন্যু ক্যাম্পে রিয়াল বেতিসকে ২-০ ব্যবধানে হারিয়েছে ভালভার্দের শিষ্যরা।
রিয়ালের কাছে হারের ক্ষত কাটাতে এ ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না দলটির। তবে মৌসুম শুরুর আগেই বার্সা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছেন নেইমার। এছাড়া, সুয়ারেজ, জেরার্ড পিকে ও আন্দ্রেস ইনিয়েস্তা না থাকায় দলটির জয়ে ফেরা নিয়ে অনেকটাই শঙ্কায় ছিল বার্সা ভক্তরা। রবিবার রাতে এমএসএন ত্রয়ীর একমাত্র সদস্য হিসেবে মাঠে ছিলেন মেসি। গোল না পেলেও তার দুর্দান্ত পারফরমেন্সেই জয় দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করলো বার্সা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে মেসি-আলকাসেররা। ম্যাচের ১৪ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে মেসির নেয়া ফ্রি কিক ক্রসবারের একটু ওপর দিয়ে যায়। আর ২৫ মিনিটে বুসকেটসের সঙ্গে বল দেয়া-নেয়া করে মেসির শট বাঁ পোস্ট ঘেঁষে বের হয়ে যায়। ম্যাচের ৩৪ মিনিটে মেসির বাঁকানো ফ্রি-কিক গিয়ে লাগে ডান পোস্টে।
এর দুই মিনিট পর গোলের দেখা পায় বার্সা। দেউলোফেউয়ের ক্রস তোসকার পায়ে লেগে জালে জড়ালে লিড পায় বার্সা। পাল্টা আক্রমণে ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সার্জিও রবের্তো। ডান দিক থেকে দেউলোফেউয়ের কাটব্যাকে কোনাকুনি শটে পরাস্ত করেন গোলরক্ষককে।
বিরতি থেকে ফিরে ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। ম্যাচের ৬০ মিনিটে দুই ডিফেন্ডারের মধ্য দিয়ে মেসির শট আবার লাগে পোস্টে। ১০ মিনিট পর ডি-বক্সের প্রান্ত থেকে আবার মেসির জোড়ালো শট। আবারও তাকে গোলবঞ্চিত করে পোস্ট। শেষ পর্যন্ত তিন তিনটি শট পোস্টে লাগায় আর গোল পাওয়া হয়নি মেসির।