বার্তা৭১ ডটকমঃ রাজধানীর শ্যামপুর থানার জুরাইন কবরস্থান এলাকায় বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। এই পর্যন্ত তার পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি।
গতকাল সোমবার দিবাগত রাতে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে তারা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে ওই যুবককে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন শ্যামপুর থানার উপপরিদর্শক মাহবুবুল ইসলাম। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বয়স আনুমানিক (৩০) বছর। তার পরনে রয়েছে জিন্সের প্যান্ট ও শার্ট।
জানতে চাইলে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, ‘পল্লবী জোনের গোয়েন্দা পুলিশের ডিবির একটি দলের সঙ্গে সন্ত্রাসীদের গতকাল রাতে একটি বন্দুকযুদ্ধ হয়। এই ঘটনায় একজন মারা গেছে বলে শুনেছি।’