বার্তা৭১ ডটকমঃ
মিথ্যাচারের মাধ্যমে নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে দূরত্ব সৃষ্টির চক্রান্ত করছে বিএনপি। এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার রাতে ধামণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় তিনি এ সব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি শেখ হাসিনার বক্তব্যের অপব্যখ্যা দিচ্ছে। মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। তারা মিথ্যাচারের মাধ্যমে নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে দূরত্ব সৃষ্টির চক্রান্ত করছে। আমাদের নেত্রী আওয়ামী লীগ সভাপতি একবারও বিচার বিভাগের বিরুদ্ধে বক্তব্য দেননি। তিনি বলেন, বিএনপির অনেক নেতা একাধিক ফৌজদারি মামলার আসামি। তাই তারা বিশেষ কৃপার দৃষ্টির আশায় জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে।
বিএনপির বক্তব্যে জাতিকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে কাদের বলেন, তারা সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য তুলে ধরে অপরাজনীতি শুরু করেছে। জাতি যাতে বিভ্রান্ত না হয় সে জন্য আমরা সাংবাদিকদের মাধ্যমে জবাব দিচ্ছি। বিএনপির সংবাদ সম্মেলন থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন বক্তব্য দেয়া হয়েছে দাবি করে কাদের বলেন, সামরিক শাসনের গর্ভ থেকে জন্ম নেয়া দলটির কাছ থেকে এর বেশি কিছু আশা করা যায় না।
সম্প্রতি ব্যারিস্টার মওদুদ আহমদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে কাদের বলেন, মওদুদ সাহেব জিয়াউর রহমানের সাথে একটি বিষয়ে অমত করে এরশাদের মন্ত্রী হয়েছেন। পরে তিনি আবার বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি এখন বিএনপির বেনিফিশিয়ারি হিসেবে অশালীন বক্তব্য প্রদান করে যাচ্ছেন।
২১ আগস্টের হামলা জাতীয় দুর্যোগ বলে মন্তব্য করা বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেনের সমালোচনা করে তিনি বলেন, কতটা বিকৃত মানসিকতা সম্পন্ন না হলে তিনি এমন মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ প্রমুখ।