বার্তা ৭১ ডটকমঃ ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অব স্টেট ফর পলিটিকাল অ্যাফেয়ার্স থমাস এ শ্যাননের সঙ্গে দেশের চলমান সার্বিক পরিস্থিতি ও রোহিঙ্গা ইস্যুতে খালেদা জিয়ার ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে মির্জা আলমগীর সাংবাদিকদের এ কথা জানান।
মির্জা আলমগীর বলেন, মার্কিন আন্ডার সেক্রেটারির সঙ্গে দেশের চলমান পরিস্থিতি ও রোহিঙ্গা ইস্যুতে আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ফলপ্রসূ আলোচনা হয়েছে। তবে, তাদের আলোচনায় কোন কোন বিষয় উঠে এসেছে তা তিনি বিস্তারিত বলেন নি।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিউদ্দিন আহমেদ এবং বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন।
থমাস শ্যাননের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাটসহ ৫ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত ছিলেন।