বার্তা৭১ ডটকমঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, জনগণ যতদিন চাইবে, ততদিন শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে টেনে-হিঁচড়ে নামানোর ক্ষমতা বাংলাদেশের দ্বিতীয় কোনো রাজনৈতিক দলের নেই।
বুধবার কুমিল্লার আদর্শ সদর উপজেলায় আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে সংসদ সদস্য হানিফ বলেন, ‘জিয়াউর রহমান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।
পাকিস্তানের সামরিক বাহিনীর বিরুদ্ধে জিয়াউর রহমান যুদ্ধ করেছেন তার একটি নজিরও কেউ দেখাতে পারবে না। কারণ তিনি ছিলেন পাকিস্তানের এজেন্ট।’