বার্তা৭১ ডটকমঃ পর্যটন গলফ মাঠ, সাবেক কক্স বাজার জেলা ইজতেমা মাঠ, শুধু মাত্র গাড়ী পার্কিং ছাড়া যে কোন মেলার অনুমতি না দেওয়ার আহবাণ জানান, মাওলানা মুহাম্মদ ইয়াছিন-হাবিব, সাধারন সম্পাদক, হেফাজতে ইসলাম, বাংলাদেশ, কক্স বাজার – জেলা।
কক্স বাজার জেলা, সাধারণ সম্পাদক হেফাজতে ইসলাম বাংলাদেশ, জেলা কক্স বাজার গত ২২/১০/২০১৭ইং তারিখ কক্স বাজার জেলা প্রশাসক বরাবরে, পর্যটন গলফ মাঠে সাবেক জেলা ইজতেমা মাঠ, শুধু গাড়ী পার্কিং ছাড়া যে, কোন মেলার অনুমতি না দেওয়ার আবেদন প্রসঙ্গ উঠে আসে যে, ইতি পূর্বে উক্ত স্থানে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানদের আধ্যাত্মিক সংগঠন, তবলিগ জামাতের জেলা ইজতেমা অনুষ্ঠিত হয়। সেখানে লক্ষ লক্ষ ধর্ম প্রাণ মুসলমান-মহান আল্লাহর কোর-আনের বাণী ইবাদত বন্দেগী ও নামাযের সেজদা আদায় করে এই পবিত্র স্থান হিসেবে জিকির-আজকার, বিশ্ব বিখ্যাত ইসলামী স্কলার, মুবাল্লিগের দ্বীনের আল-কোরআন ও হাদীসের আলোকে আলোচনা হয় এবং ইতিপূর্বে ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। এতে কোন প্রকার মেলা নামক অনুষ্ঠান হতে পারে না। উক্ত স্থানে মেলা হওয়া মানে ইসলামী আকিদাতে আঘাত করার শামিল। এখানে উল্লেখ্য, প্রতি বছর কক্স বাজার মেলার নামে জুয়া ও অশ্লীল নাচ, গান করা হয়। এবারও মেলায় এই সকল কিছু থাকছে।
এখানে উল্লেখ্য যে, কক্স বাজার রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে বিশ্বের অনেক রাষ্ট্র ও জাতি সংঘ সহ বিশ্ব নেতাদের আগমণ প্রতিদিন কক্স বাজারে হচ্ছে। এতে গলফ মাঠস্থ স্থান সহ জেলা শহরে মেলা হলে, মেলার কারনে মেলা সংলগ্ন ভি.আই.পি সড়কে যান-জটের সৃষ্টি হবে, এতে বিশ্ব নেতারা বাংলাদেশ সর্ম্পকে বিরূপ ধারনা ও বাংলাদেশ রাষ্ট্রের বদনাম ছড়াবে। কক্স বাজার জেলা প্রশাসন সকল বিষয় জানা সত্ত্বেও উক্ত স্থানে মেলা করার অনুমতি দিচ্ছে। অতএব, হেফাজত ইসলাম বাংলাদেশ, জেলা কক্স বাজার উর্দ্ধতন সকল কর্তৃপক্ষের সমীপে এই মেলা বন্ধের হস্তক্ষেপ কামণা করে।