বার্তা ৭১ ডট কম : সিরাজ গঞ্জ জেলা, চলঙ্গ থানা পুলিশের সহযোগিতায় চলঙ্গ সাহেব গঞ্জ ইউনিয়ন পরিষদ মাঠে গত ২২/১১/২০১৭ইং তারিখ থেকে চলঙ্গ থানা মটর শ্রমিক ইউনিয়নের নামে জুয়া, হাউজি, র্যাফেল ড্র, লটারী, ডাব্বা,চরচরি, খাম, লাকী কুপন, উলঙ্গ নৃত্য ও অসামাজিক কার্যকলাপের রমরমা ব্যবসা চলছে। এ ব্যাপারে স্থানীয় পত্রিকায় খবর ছাপানো হলেও সিরাজগঞ্জ জেলা প্রশাসন এতে কোন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না। স্থানীয় পুলিশের সহযোগিতায় মেলার মালিক মাসুদ ও মেহেদী, শ্রমিক ইউনিয়নের পথভ্রষ্ট কিছু শ্রমিক ও স্থানীয় গুন্ডা, সন্ত্রাসীদেরকে নিয়ে স্থানীয় লোকজনকে ভয়ভীতির মধ্যে রাখে। স্থানীয়রা সোচ্চার হলেও এদের ভয়ে কিছু করতে পারছে না। এতে স্থানীয় ছাত্র, যুব সমাজ, দিন মজুর, শ্রমিক ও রিক্সাওয়ালা দিনে আনে দিনে খায় তারা এই জুয়া, হাউজি ও র্যাফেল ড্র মেলায় হেরে সর্বশান্ত হচ্ছে। এলাকায় বর্তমানে চুরি, ছিনতাই ও রাহাজানি বেড়েই চলছে। অতএব স্থানীয় জনগনের আবেদন, এই জুয়া, হাউজি ও র্যাফেল ড্র এবং উলঙ্গ নৃত্যের মেলা বন্ধ করার জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে।