বার্তা৭১ ডটকমঃ চাঁদপুর জেলা, ফরিদ গঞ্জ উপজেলা ইউ,এন,ও এবং থানা পুলিশের সহযোগিতায় ফরিদগঞ্জ উপজেলা ওয়াপদা মাঠে গত ২৫/১১/২০১৭ইং তারিখ থেকে মুক্তিযোদ্ধা নামকরণ করে রফিক গং বিজয় মেলার নামে বিভিন্ন প্রকার জুয়া সহ র্যাফেল ড্র নামক জুয়া, উলঙ্গ নৃত্য ও অসামাজিক কার্যকলাপের রমরমা ব্যবসা চালাচ্ছে। আমাদের প্রতিনিধি, জেলা প্রশাসক, চাঁদপুরকে এ ব্যাপারে মোবাইল ফোনে আলাপ করলে তিনি জানান এ-মেলার অনুমতি কে দিল! আমি কিছু জানি না বলে তিনি ইউ,এন,ও ফরিদগঞ্জকে বন্ধের নির্দেশ দিবেন বলেন। কিন্তু জেলা প্রশাসক মহোদয় অবৈধ মেলা বন্ধের নির্দেশ দিল কি- দিল না, তা বলতে পারি না। কিন্তু বর্তমানে উপরোক্ত অবৈধ মেলা আরোও জোরেসোরে চলছে। ফরিদগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় মেলার মালিক রফিক গং গুন্ডা ও সন্ত্রাসীদেরকে দিয়ে স্থানীয় লোকজনকে ভয় ভীতির মধ্যে রাখে। স্থানীয় লোকজন এতে সোচ্চার হলেও এদের ভয়ে কিছু করতে পারছে না। এতে যুব সমাজ, ছাত্র, রিক্সাওয়ালা, ট্রাক, টেম্পু, শ্রমিক ও দিন মজুর দিনে আনে দিনে খায় এরা প্রতিদিন অবৈধ মেলায় যাবতীয় জুয়া খেলে, উলঙ্গ নৃত্য দেখে হাজার হাজার টাকা হেরে সর্বশান্ত হচ্ছে। বর্তমানে এলাকায় চুরি, ছিনতাই বেড়েই চলছে।
অতএব, স্থানীয় জন গনের আবেদন এই বিজয় মেলার নামে, র্যাফেল ড্র নামক জুয়া সহ বিভিন্ন প্রকার জুয়া, উলঙ্গ নৃত্য, অসামাজিক অবৈধ কার্যকলাপের মেলা বন্ধ করার জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে।