জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) কার্যনির্বাহী পর্ষদের নির্বাচনে শাহজালাল মজুমদার সভাপতি ও আলী হায়দার চৌধুরী মহাসচিব নির্বাচিত হয়েছেন। গত বুধবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সদস্যদের ভোটে ২৭ জন নির্বাহী সদস্য নির্বাচিত হন। নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন: জ্যেষ্ঠ সহসভাপতি মনসুর আহমেদ, সহসভাপতি (১) গোলাম কবির, সহসভাপতি (২) মোয়াজ্জেম হোসেন, সহসভাপতি (৩) আবুল বারাকাত ভূঁইয়া, যুগ্ম সম্পাদক (১) মোহাম্মদ হাবিবু্ল্লাহ, যুগ্ম সম্পাদক (২) মোহাম্মদ নূরুল আমিন, যুগ্ম সম্পাদক (৩) এম এ সালাম, কোষাধ্যক্ষ ফারুক আল মাহমুদ, ক্রীড়া, বিনোদন ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ তাইয়েব আলী সরকার, জনসংযোগ সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম ও সদস্য কল্যাণ সম্পাদক খলিলুল রহমান। আর কার্যনিবাহী সদস্যরা হলেন: এ লতিফ পাটোয়ারী, হাসান আহমেদ চৌধুরী, ফুরকান উদ্দিন, শফিকুল ইসলাম, শামীম আহমেদ চৌধুরী, ওমর ফারুক ভূঁইয়া, আমিনুল হক ভূঁইয়া, গোলাম নবী, আকবর হুসেইন, ফখরুল ইসলাম, আশরাফ আলী সর্দার, মোর্শেদ সানাউল্লাহ কায়ানী, আবদুস সালাম ও এম এ সোবহান ভূঁইয়া।