চলতি নবম জাতীয় সংসদের ১৩তম অধিবেশন বসছে আগামী ২৭ মে। এটি ২০১২ সালের বাজেট অধিবেশন। ওই দিন বিকেল সাড়ে পাঁচটায় এ অধিবেশন বসবে।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বৃহস্পতিবার সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী এ অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সচিবালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এরই মধ্যে গণমাধ্যমে জানিয়েছেন, আগামী ৭ জুন ২০১২-১৩ অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করা হবে। এ বাজেটের আকার হবে প্রায় ১,৯৩,০০০ কোটি টাকা
উল্লেখ্য, গত ২৯ মার্চ সংসদের ১২তম অধিবেশন শেষ হয়। ওই অধিবেশনে প্রধান বিরোধীদল বিএনপি ও তার শরিকরা যোগ দিলেন এবং প্রধান বিরোধীদলের নেতা বেগম খালেদা জিয়া ১ ঘন্টা ৫৭ মিনিট বক্তব্য দিয়ে সংসদ থেকে বের হয়ে চলে যান । শেষ দিন তারা অনুপস্থিত ছিলেন।