শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ইউনূস- আবেদকে রাজনীতিতে আসার আহবান জানিয়েছেন। নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস ও ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদকে উদ্দেশ্য করে তিনি বলেছেন আপনাদের যদি তত্ত্বাবধায়ক সরকার এতই ভালো লাগে, তাহলে আপনারা রাজনীতিতে আসুন, রাজনীতিতে এসে কথা বলুন।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনাসভায় দিলীপ বড়ুয়া এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচার করেছে।
ওই প্রতিবেদনে শিল্পমন্ত্রী বলেন, রাজনীতিতে এসে ড. মুহাম্মদ ইউনূস ও ফজলে হাসান আবেদের জনগণকে মোকাবিলা করা উচিত।