রাজধানীর ধানমন্ডিতে বাস চাপায় নিহত হয়েছেন ইংরেজি দৈনিক ইনডিপেন্ডেন্টের জ্যেষ্ঠ প্রতিবেদক বিভাস চন্দ্র সাহা।
ধানমণ্ডির থানার উপ পরিদর্শক খালেদ মনসুর বার্তা ৭১ কে জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টার পর মোটরসাইকেলে করে ধানমন্ডির ২ নম্বর সড়কে বেল টাওয়ারে ইনডিপেন্ডেন্ট কার্যালয়ে যাচ্ছিলেন বিভাস। এ সময় স্টার কাবাবের সামনে একটি বাস তাকে চাপা দেয়।
এতে ৪৫ বছর বয়সী এই সাংবাদিক ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে মৈত্রী পরিবহনের বাসটি ভাংচুর করে এবং আগুন লাগানোর চেষ্টা চালায়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউণ্ড ফাঁকা গুলি ছোড়ে।
দুর্ঘটনার পরপরই বিভাসকে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকার জানান, আগেই তার মৃত্যু হয়েছে। রাত পৌনে ৮টার দিকে বিভাসের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে নিয়ে যাওয়া হয়।
এর আগে দুপুর শাহবাগ এলাকায় বাস চাপায় নিহত হন বরিশালের দৈনিক মতবাদ পত্রিকার ফটো সাংবাদিক শহীদুজ্জামান টিটু।
রমনা থানার উপপরিদর্শক মো. জাফর বার্তা ৭১ কে জানান, রূপসী হোটেলের সামনে ইউনাইটেড পরিবহনের একটি বাস শহীদুজ্জামানকে বহনকারী রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক বিভাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দুর্ঘটনার জন্য দায়ী চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের প্রতি নির্দেশ দিয়েছেন।
সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নও (ডিইউজে) বিভাসের মৃত্যুতে শোক প্রকাশ করে দায়ী চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।