বার্তা৭১ ডটকমঃ বিএনপির কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে আহত হয়ে হাসাপাতালে ভর্তি হয়েছেন কেরাণীগঞ্জ শাখার সভাপতি অ্যাডভোকেট নিপুর রায় চৌধুরী। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য কারাবন্দি গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ।
শনিবার বেলা ১১টার দিকে কর্মসূচি পালনকালে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে আহত হন নিপুর রায়। পুলিশ কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে সেখানে অবস্থানরত নিপুর রায় আহত হন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়।
প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি করছিল দলটির নেতাকর্মীরা। এসময় পুলিশ তাদের ওপর জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। একই সঙ্গে দলের অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করে বলেও জানায় দলটি।