বার্তা৭১ ডটকমঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বিকেলে গণভবনে তার নাতি-নাতনিদের সঙ্গে আনন্দঘন এক বিকেল উপভোগ করছেন। এর কিছু স্থিরচিত্র প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন তার ফেসবুকে শেয়ার করেছেন।
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বিকেলে গণভবনে নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটান বলে উল্লেখ করেন খোকন।
তার ফেসবুক স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর নাতি-নাতনিদের পরিচয়ে লিখেছেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট কন্যা শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির সন্তান লীলা ও কাইয়ূসের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে, নাতি-নাতনিদের সঙ্গে প্রধানমন্ত্রীর এমন ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে অনেককেই সেগুলো শেয়ার এবং উচ্ছ্বসিত মন্তব্য করতে দেখা যায়।