বার্তা৭১ ডটকমঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া এতিমের টাকা চুরির পরিণতি ভোগ করছেন। আর তার দলের লোকেরা সেই চোরের জন্য আন্দোলনে নেমেছেন। এ সময় তিনি আগামী নির্বাচনে লুটেরা বিএনপিকে বর্জন করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দেয়ার ওয়াদা করান।
বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের জনসভায় দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রশ্ন রেখে তিনি বলেন, বিএনপির মাথাতেই পচন রয়েছে। তাদের নেত্রী এতিমের টাকা লুটে খান, সাঙ্গপাঙ্গরা তাহলে কী করবে?’
জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সময়ের উন্নয়ন চিত্র তুলে ধরার পাশাপাশি বিএনপি-জামায়াত জোট আমলের ধ্বংসাত্মক ও নেতিবাচক চিত্র তুলে ধরেন।
এ সময় তিনি আগামী সিটি করপোরেশন ও জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীবাসীর কাছে নৌকায় ভোট চান। তাদের নৌকায় ভোট দিতে হাত তুলে ওয়াদা করান।
জনসভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন এবং পরিচালনা করছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও মহানগর সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এতে আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী জেলা সভাপতি ওমর ফারুক চৌধুরী প্রমুখ।