বার্তা৭১ ডটকমঃ ষড়যন্ত্রমূলক জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ আগামী ১৩ মার্চ পর্যন্ত বৃদ্ধি করেছেন আদালত। একই সঙ্গে ১৩ ও ১৪ মার্চ এই মামলায় আসামী পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে।
এছাড়া বেগম জিয়াকে এই মামলায় আদালতে হাজিরের বিষয়ে ১৩ মার্চ শুনানির দিন ধার্য করা হয়েছে। সোমবার ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক এই আদেশ দেন।
আদালতে বেগম খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়ির আইনজীবি এডভোকেট আবদুর রেজাক খান। সানাউল্লাহ মিয়া, মাসুদ তালুকদার, আমিনুল ইসলাম, জাকির হোসেন ভূইয়া প্রমুখ।