বার্তা৭১ ডটকমঃ দেশে সুশাসনের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশন-দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ‘সোনাক-স্বজন, ইয়েস-ইয়েস ফ্রেন্ডস, ওয়াই প্যাক’ জাতীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতি সুশাসনের অন্তরায়। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে জনগণকে দুর্নীতিবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। জনগণ যদি না চায় তা হলে শুধু দুদকের মাধ্যমে দুর্নীতি দমন সম্ভব নয়।
দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির লাগাম টেনে ধরার কাজ শুরু হয়েছে। তবে কাঙ্ক্ষিত ফল এখনো আসেনি। কোনো সরকারের লেজুড়বৃত্তি করতে দুদকের জন্ম হয়নি। এটি জনগণের প্রতিষ্ঠান’ বলেন দুদক চেয়ারম্যান।
তিনি বলেন, ছোট গাছ যেমন উপড়ে ফেলা সহজ, বড় গাছ ততটা সহজে ফেলা যায় না। আমরা ছোট, তারা বড়। বড়দের আইনের আওতায় আনতে পারিনি- এটি সম্পূর্ণ সত্য নয়। তবে প্রত্যাশার সঙ্গে অর্জন ও প্রাপ্তি খারাপ, সেটি আমরা বুঝতে পারি।
অনুষ্ঠানের শুরুতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বক্তব্য রাখেন।