রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে শুক্রবার সন্ধ্যায়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ-ইউএসজিএসের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে অনুভূত এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৩।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অবজারভেটরির তত্ত্বাবধায়ক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার জানান, ভূমিকম্পের কেন্দ্র ছিল ঢাকা থেকে প্রায় সাড়ে ৩০০ কিলোমিটার উত্তর পূর্বে ও আসামের গৌহাটি থেকে ১১৩ কিলোমিটার পূর্বে ব্রহ্মপুত্র উপত্যকায়।
আমাদের সিলেট, সুনামগঞ্জে, হবিগঞ্জ, চট্টগ্রাম, বগুড়া, দিনাজপুর, রংপুর ও নেত্রকোনা প্রতিনিধিও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর দিয়েছেন।
তবে কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
প্রতিনিধিরা জানান, ভূমিকম্পে বাড়িঘর ও ঘরের আসবাবপত্র কেঁপে উঠলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেকেই ঘর ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন।
এর আগে ১১ এপ্রিল ইন্দোনেশিয়ার সুমাত্রায় ৮ দশমিক ৬ মাত্রার প্রবল ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশেও কয়েক দফা মৃদু কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পরপরই বাংলাদেশসহ ভারত মহাসাগর সংলগ্ন দেশগুলোর জন্য সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে নেয় প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার।
এছাড়া রংপুরসহ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় ২৮ মার্চ ভোরে ৪ দশমিক ৮ মাত্রার মৃদু ভূকম্পন অনুভূত হয়।