বার্তা৭১ ডটকমঃ জিয়া অরফানেজ মামলায় কারাগারে থাকা দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকাসহ সারা দেশে আজ বৃহস্পতিবার লিফলেট বিতরণ করবে বিএনপি।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) এই লিফলেট বিতরণের জন্য এরই মধ্যে কেন্দ্র থেকে পৌঁছে গেছে জেলায় জেলায়।
এর আগে গত মঙ্গলবার বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি’র বক্তব্য সম্বলিত লিফলেট স্থানীয় নেতাদের নেতৃত্বে প্রতিটি জেলায় এ কর্মসূচি পালন করা হবে বলে জানান রিজভী।