বার্তা৭১ ডটকমঃ বান্দরবানের তুমব্রু সীমান্তে উত্তেজনা নিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূত লুইন উ কে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার বিকালে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম খোরশেদ আলম তাকে তলব করেন। এরপর বাংলাদেশের পক্ষ থেকে তাকে একটি নোট ভারবাল দেয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর অতিরিক্ত সেনা মোতায়েন বিষয়ে দেশটির রাষ্ট্রদূতের কাছে জানতে চাওয়া হয়। তাকে এও বলা হয় যে, এটি দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ভালো নয়।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে দু’দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অতিরিক্ত সেনা মোতায়েন প্রসঙ্গে আলোচনা হয়। এতে বাংলাদেশের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম গ্রহণ না করার জন্য আহবান জানানো হয়।