বার্তা৭১ ডটকমঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে লন্ডনের নিডা হাউসে প্রতিবাদ সভা করেছে ‘হবিগঞ্জ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিবার ইউকে’।
গত সোমবার সন্ধ্যায় টেম সাইড বিএনপির সাবেক সভাপতি তুফাজউল আহমেদ বাবুলের সভাপত্বিতে ও হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ নিয়ামুল হক ম্যাক্সিম ও যুক্তরাজ্য যুবদলের সহ-সাধারণ এ কে এম মোফাজ্জল হাসান শ্যামলের পরিচালনায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং ছাত্রদলের কেন্দ্রীয় সদস্য সৈয়দ মুশফিক আহমেদ, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান, জেলা ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাফিজুল ইসলামসহ জেলার বিভিন্ন নেতৃবৃন্দকে অবৈধভাবে গ্রেফতার এবং হবিগঞ্জ ছাত্রদলের মিছিলে পুলিশের বর্বরোচিত হামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহ্বাজ জি. কে গউছ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ ইলিয়াস, জেলা ছাত্রদল সভাপতি এমরান আহমেদ, সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমান, সহ-সভাপতি আরেফী রব্বানী টিটু, যুগ্ম সম্পাদক মহিবুর রহমান শাওন, সাংগঠনিক সম্পাদক রাজীব আহমেদ রিংগনসহ নেতৃবৃন্দকে গুলি করে মারাত্মকভাবে আহত করায় ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপর মিথ্যা মামলা এবং আওয়ামী লীগের নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্য যুবদলের সাবেক আহবায়ক দেওয়ান মুকাদ্দিম চৌধুরী নিয়াজ, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্য যুবদলের সিনিয়র সহ-সভাপতি শামসুল ইসলাম মঞ্জু, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ফারুক আহমেদ, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক তৈয়বুর রহমান শ্যামল, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক বাকি বিল্লাহ জালাল, যুক্তরাজ্য যুবদলের সসিনিয়র সহ-সভাপতি সৈয়দ মুশতাক আহমেদ, যুক্তরাজ্য যুবদলের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হুসেন দিপু, যুক্তরাজ্য যুবদলের সিনিয়র সহ-সভাপতি কামাল হুসেন, যুক্তরাজ্য যুবদলের সিনিয়র সহ-সভাপতি আশফাকুল কবির, ওল্ডহাম যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি এনায়েত হোসেন চৌধুরী, যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি শাহ মুবাশশির আলী, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নিয়াজ মোঃ লিংকন, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সেন্ট্রালবোন যুবদলের সভাপতি সুহানুর রহমান চৌধুরী ও যুক্তরাজ্য যুবদলের সাংগঠনিক সম্পাদক সালেহ আহম্মেদ প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, অ্যাডভোকেট ফজলুর রহমান খান সদস্য যুক্তরাজ্য যুবদল, হাজী গিয়াস উদ্দিন ধর্ম বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য যুবদল, হুমায়ুন কবির সাবেক আহবায়ক ওল্ডহাম যুবদল, মিজানুর রহমান চৌধুরী প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক ওল্ডহাম যুবদল, শাহীন আহমেদ সাবেক যুগ্ম আহ্বায়ক ওল্ডহাম যুবদল, আল মনসুর সোহাগ সদস্য যুক্তরাজ্য যুবদল, শেখ ইফতেখার আহাদ সদস্য যুক্তরাজ্য যুবদল, রাসেল মিয়া সাবেক যুগ্ম আহ্বায়ক যুবদল ওল্ডহাম, মহসিন মিয়া সাবেক যুগ্ম আহ্বায়ক ওল্ডহাম যুবদল, মুনিম আহমেদ সাবেক সহ-সভাপতি হবিগঞ্জ জেলা ছাত্রদল, ইফতেখার মালেক রাসেল সাবেক সমাজ কল্যাণ সম্পাদক শাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল, আব্দুল কাদির কাওসার সাবেক সভাপতি বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদল, শিব্বির সুমন যুগ্ম সাধারণ সম্পাদক যুক্তরাজ্য যুবদল, আজিজুর রহমান ম্যানচেস্টার বিএনপি, কাজী তাজউদ্দীন আকমল যুক্তরাজ্য যুবদল, আমিনুল চৌধুরী যুক্তরাজ্য যুবদল, আব্দুল মুতাকাব্বির, হুসনেজ জামান, জিল্লুল খান সদস্য যুক্তরাজ্য যুবদল, মনিরুজ্জামান খান যুবদল, মিনাল চৌধুরী ওল্ডহাম যুবদল, শামীম খান বার্মিংহাম যুবদল, শহীদ আহমেদ, জুয়েল চৌধুরী পোর্টসমাউথ যুবদল, রিয়াজ উদ্দিন যুক্তরাজ্য যুবদল, আবির চৌধুরী সহ-আইন বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য যুবদল, নোমান চৌধুরী সদস্য যুক্তরাজ্য যুবদল ও রাজু চৌধুরী সদস্য যুক্তরাজ্য যুবদল প্রমুখ|
সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি এবং আটক কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দসহ হবিগঞ্জ জেলার আটককৃতদের মুক্তির দাবি জানান বক্তারা। এবং পুলিশের গুলিতে আহত ছাত্রনেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষী পুলিশ অফিসারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।