বার্তা৭১ ডটকমঃ আজারবাইজানের রাজধানী বাকুতে একটি মাদক নিরাময় কেন্দ্রে অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো চারজন।
স্থানীয় সময় আজ শুক্রবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় গণমাধ্যম ৩০ জন নিহতের খবর প্রচার করছে।
জেনারেল প্রসিকিউটর দপ্তরের কর্মকর্তা ইলদার সুলতানোভ জানিয়েছেন, নিরাময় কেন্দ্রটি থেকে অগ্নিকাণ্ডের পর ৩১ জনকে উদ্ধার করা হয়েছে। সম্ভবত শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে।
বাকু সিটির খাতাইয়ে রিপাবলিকান নারকোলজিক্যাল ডিসপেনসারি নামে মাদক নিরাময় কেন্দ্রটি অবস্থিত।
ফায়ার সার্ভিস ও সিভিল সার্ভিসের এক সদস্য জানিয়েছেন, সকাল ৮টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
দেশটির সংবাদভিত্তিক একটি চ্যানেলে অগ্নিকাণ্ডের ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখানো হয়েছে। এতে দেখা যায়, একতলা ভবনে অগ্নিকাণ্ডের মধ্যেই ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।
তবে বাতাসের কারণে আগুন চারদিকে ছড়িয়ে পড়ছে। আগুনে ওই নিরাময় কেন্দ্রের একটি অংশ পুড়ে গেছে। ওই সময় নিরাময় কেন্দ্রে রোগীরা ঘুমাচ্ছিলেন।