বার্তা৭১ ডটকমঃ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সৃষ্ট পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নুয়ার্ট।
বাংলাদেশ সংলগ্ন সীমান্তে মিয়ানমারের অতিরিক্ত সেনা মোতায়েন নিয়ে এক প্রশ্নের জবাবে হিদার নুয়ার্ট বলেন, ‘আমি আপনাদের এটা বলতে পারবো যে আমরা এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমি নিশ্চিতভাবেই বুঝতে পারছি কেন এটা বাংলাদেশ সরকারের জন্য উদ্বেগজনক। কিন্তু আমরা পরিস্থিতিটি গভীরভাবে পর্যবেক্ষণ করছি।’
বান্দরবানের তমব্রু সীমান্তের ওপারে বৃহস্পতিবার হঠাৎ করেই সেনা সমাবেশ ঘটায় মিয়ানমার। সেনারা ফাঁকা গুলিও বর্ষণ করে। মূলত শূন্যরেখায় অবস্থানকরা রোহিঙ্গাদের ভয়-ভীতি দেখাতেই তা করা হচ্ছে। সামীন্তে সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি। তুমব্রু সীমান্তে উত্তেজনা নিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূত লুইন উ কে তলব করেছে ঢাকা। বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম খোরশেদ আলম তাকে তলব করেন। বাংলাদেশের পক্ষ থেকে একটি প্রটেস্ট নোট ধরিয়ে দেয়া হয়।