বার্তা৭১ ডটকমঃ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে আলোচনা করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক প্রধান ফেদারিকা মোঘারিনি।
শুক্রবার ব্রাসেলসে মোঘারিনির সাথে সাক্ষাত করেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী। এতে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সই হওয়া দ্বিপক্ষীয় চুক্তিগুলো রোহিঙ্গাদের নিজ বাসভূমে স্বেচ্ছা, নিরাপদ ও মর্যাদার সাথে প্রত্যাবাসনে সক্ষম হবে বলে আশা করেন তিনি। এ প্রক্রিয়ায় জাতিসঙ্ঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরকে পূর্ণভাবে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন মোঘারিনি।
গত ২৬ ফেব্রুয়ারি ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক সম্পর্কে মাহমুদ আলীকে অবহিত করেন মোঘারিনি। এতে রাখাইনে নৃশংসতার সাথে জড়িত মিয়ানমার সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
তিনি জানান, রোহিঙ্গা সঙ্কট নিরসনে ইইউ পূর্ণাঙ্গ রাজনৈতিক ও মানবিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।