২০১২ সালের সেরা বাঙালির সম্মান পেলেন বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান। আর সেরা বাঙালির লাইভ টাইম অ্যাচিভমেন্ট সম্মান পেলেন প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়। শুক্রবার রাতে কলকাতার সায়েন্স সিটি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মান জানানো হয়। স্টার-আনন্দ প্রতি বছরের মতো এবারও আয়োজন করে সেরা বাঙালির পদক দেয়ার এ অনুষ্ঠান। এ ছাড়া ২০১২ সালের সেরা বাঙালির সম্মান দেয়া হয় শাশ্বত চট্টোপাধ্যায় (অভিনয়), সৃজিত মুখোপাধ্যায় (পরিচালনা), অনুপম রায় (সংগীত), মনোজ তেওয়ারি (ক্রীড়া ক্ষেত্রে), রুচিরা গুপ্ত (জনজীবনে বিশেষ অবদান), অধ্যাপক সুশান্ত দত্তরায় (শিক্ষা), সুমন্ত চট্টোপাধ্যায় (বিজ্ঞান), বিনায়ক চট্টোপাধ্যায় (বাণিজ্য), লালুপ্রসাদ সাউ (শিল্পকলা) এবং অভিজিত্ বিনায়ক চট্টোপাধ্যায় (সেরার সেরা বাঙালি)র সম্মান। এদিন সাকিব আল হাসানের হাতে এ সম্মান তুলে দেন আরেক ক্রিকেটার মনোজ তেওয়ারি। আর সুনীল গঙ্গোপাধ্যায়ের হাতে সম্মান তুলে দেন আনন্দবাজার পত্রিকার সম্পাদক অভীক সরকার।