বার্তা ৭১ ডটকমঃ বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬ কোটি ৫৫ লাখ ৬ হাজার ৯৭৫ জন। সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ৮ কোটি ৮৪ লাখ ৯৬ হাজার ৭৯৪ জন। মারা গেছেন ১৯ লাখ ৬ হাজার ৬৩৩ জন।
আজ শুক্রবার (৮ জানুয়ারি) এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ তথ্য জানিয়েছে করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার।
এখন পর্যন্ত বিশ্বে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ২১ লাখ ৩২ হাজার ৪৫ জন। মারা গেছেন ৩ লাখ ৭৪ হাজার ১২৪ জন। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৩১ লাখ ৪৩ হাজারের বেশি রোগী।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৪ লাখ ১৪ হাজার ৪৪ জন। মারা গেছেন প্রায় ১ লাখ ৫০ হাজার ৬০৬ জন। সংক্রমিতদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৩৬ হাজার ৭২২ জন।
ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৭৯ লাখ ৬১ হাজার ৬৭৩ জন। মারা গেছেন ২ লাখ ৪৯৮ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৭০ লাখ ৯৬ হাজার ৯৩১ জন।
তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। যুক্তরাজ্য পঞ্চম। ছয় নম্বরে অবস্থান ফ্রান্সের। সাতে তুর্কি।
তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম স্থানে। দেশে এখন পর্যন্ত শনাক্ত করোনা রোগীর সংখ্যা ৫ লাখ ১৯ হাজার ৯০৫ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৭ হাজার ৭১৮ জন এবং চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৬৪ হাজার ৪৪৬ জন।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে ভাইরাসটি। ইতোমধ্যে দুই শতাধিক দেশ ও অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে অদৃশ্য এই ভাইরাসটি।