বার্তা৭১ ডটকমঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন আদেশের বিষয়ে বিবৃতি দিয়েছেন গণফোরাম সভাপতি ও বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন।
হাইকোর্ট থেকে সোমবার বেগম জিয়ার ৪ মাসের জামিন আদেশের পর বিবৃতিতে তিনি বলেন, হাইকোর্ট থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন মঞ্জুর হল। এ ধরনের কেসে এটা নিয়মিতভাবে হওয়া দরকার। যদিও এ কেসে অর্ডার পেতে কয়েকদিন বিলম্বিত হয়েছে। আইনের শাসনে আইনের নিরপেক্ষ প্রয়োগ করে স্বাধীন বিচার বিভাগ। স্বাধীন বিচার বিভাগের গুরুত্ব সকলকে উপলব্ধি করতে হবে।