বার্তা৭১ ডটকমঃ জাতিসংঘ কর্মকর্তারা বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে সহিংসতায় সামাজিক মাধ্যম বিশেষ করে ফেসবুকের ভূমিকা বেশি ছিল। মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানকে আগেই ‘জাতিগত নির্মূল’ হিসেবে আখ্যা দেয় জাতিসংঘ।
বর্তমানে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারে সেনাবাহিনীর সহিংস অভিযানের বিষয়ে তদন্ত চালাচ্ছে জাতিসংঘ। ওই সহিংসতা গণহত্যার পর্যায়ে পড়ে কী না সে নিয়ে তদন্ত করছেন কর্মকর্তারা।
তদন্ত দলের চেয়ারম্যান মারজুকি দারুসমান বলেন, মিয়ানমারের এ উদ্বেগজনক পরিস্থিতিতে সামাজিক মাধ্যমগুলোর মধ্যে বেশি ভূমিকা (নেতিবাচক) রেখেছে ফেসবুক। মিয়ানমারে সামাজিক মাধ্যম মানেই ফেসবুক।
জাতিসংঘের তদন্ত কর্মকর্তা ইয়াংহি লি বলেন, আমি ভীত! কারণ ফেসবুক জানোয়ারে (মিয়ানমারের ক্ষেত্রে) পরিণত হয়েছে। কিন্তু জানোয়ারের মতো আচরণ করতে ফেসবুক তৈরি করা হয়নি।