বার্তা৭১ ডটকমঃ রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রিফাত (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরো তিনজন।
এরা হলেন-চালক রাব্বী (২০), জাহাঙ্গীর (২২)ও পথচারী আনিসুর। রিফাত শাহিন কলেজে ও রাব্বী অন্য একটি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তারা তেজগাঁও এলাকায় থাকেন।
জানা যায়, ভোরে মাওয়া থেকে তিন বন্ধু মোটরসাইকেলে করে তেজগাঁও এলাকার বাসায় ফিরছিলেন। পথে যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারের ধোলাইপাড়ের অংশে এলে আনিসুর নামে এক পথচারী রাস্তা পার হওয়ায় রাব্বী মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং আনিসুরের উপর দিয়ে উঠিয়ে দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে তিন আরোহীসহ আনিসুর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজ উদ্দিন জানান, আহত তিনজনের মধ্যে জাহাঙ্গীর অবস্থা গুরুতর।