বার্তা৭১ ডটকমঃ বার বার পেন্ডুলামের মতো দুলেছে ম্যাচের ভাগ্য। কখনো মনে হচ্ছিল জয় দিয়ে ফাইনালের টিকিট পেয়ে যাবে বাংলাদেশ। কখনো মনে হয়েছে জয় পেয়ে যাবে স্বাগতিক শ্রীলঙ্কা। তবে শেষপর্যন্ত মাহমুদউল্লাহর অসাধারণ ব্যাটিংয়ে ২ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। পেয়ে গেছে ফাইনালের টিকিটটাও।
শ্রীলংকার দেওয়া ১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৩৩ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। এরপর তামিম-মুশফিকের ৬৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় টাইগাররা। কিন্তু তামিম ৪২ বলে ৫০ ও মুশফিক ২৫ বলে ২৮ করে ফিরে যাওয়ায় আবার চাপে পড়ে গেছে বাংলাদেশ।
তার আগে বাংলাদেশ হয়ে ওপেনিংয়ে ব্যাটে আসা লিটন দাস দ্বিতীয় ওভারেই আউট হয়ে ফিরে যান। তামিমের সঙ্গী হয়ে ওপেন করতে আসা লিটন দলীয় ১১ রানে আ্উট হন। স্কোরবোর্ডে অবশ্য তিনি কোন রান জমা করতে পারেননি। এরপর অফ ফর্মে থাকা সাব্বিরকে অধিনায়ক হয়ে আসা সাকিব আল হাসান তিনে ব্যাটে পাঠান। কিন্তু তিনিও আগে ব্যাট করতে এসে ভালো কিছু করতে পারেননি।
লিটনের পরে ব্যাটে আসা সাব্বির রহমান পরপর দুই চার মেরে দারুণ শুরু করেন। কিন্তু ধনাঞ্জয়ার বলে ১৩ রানে ফিরে যান তিনি। শেষ পর্যন্ত বাংলাদেশ ১৭.১ ওভারে ৫ উইকেটে ১৩২ রানে ব্যাট করছে। জয়ের জন্য ১৭ বলে ১৮ রান দরকার টাইগারদের।
সংক্ষিপ্ত স্কোর
ফল: দুই উইকেটে জয়ী বাংলাদেশ।
শ্রীলঙ্কা ইনিংস: ১৫৯/৭ (২০ ওভার)
(দানুশকা গুনাথিলাকা ৪, কুসল মেন্ডিস ১১, কুসল পেরেরা ৬১, উপুল থারাঙ্গা ৫, দাসুন শানাকা ০, জীভন মেন্ডিস ৩, থিসারা পেরেরা ৫৮, ইসুরু উদানা ৭*, আকিলা ধনঞ্জয়া ১*; সাকিব আল হাসান ১/৯, রুবেল হোসেন ১/৪১, মোস্তাফিজুর রহমান ২/৩৯, মেহেদী হাসান মিরাজ ১/১৬, মাহমুদউল্লাহ রিয়াদ ০/২৯, সৌম্য সরকার ১/২১)।
বাংলাদেশ ইনিংস: ১৬০/৮ (২০ ওভার)
(তামিম ইকবাল ৫০, লিটন দাস ০, সাব্বির রহমান ১৩, মুশফিকুর রহিম ২৮, সৌম্য সরকার ১০, মাহমুদউল্লাহ রিয়াদ ৪৩*, সাকিব আল হাসান ৭, মেহেদী হাসান মিরাজ ০, মোস্তাফিজুর রহমান ০, রুবেল হোসেন ০*; নুয়ান প্রদীপ ০/১০, আকিলা ধনঞ্জয়া ২/৩৭, আমিলা আপোনসো ১/১৯, থিসারা পেরেরা ০/২০, দানুশকা গুনাথিলাকা ১/২৪, জীভন মেন্ডিস ১/২৪, ইসুরু উদানা ১/২৬)।